দুর্গা একদিন রেললাইনে বসেছিল
পর পুরুষ নগেন আসতেই বলল-
মাল খেয়ে কাছে আসবি না
খুন করে দেব,


দুর্গা একদিন অফিস থেকে ফিরছিল
বাসের ভিড়ে ছেলেটা বার বার ওখানে
হাত দিতেই বলে উঠল
অসভ্য ঠিক করে দাঁড়া...না হলে...
না হলে এমন মারব, বউ মায়ের নাম ভুলে যাবি


দুর্গা একদিন একাই সংসার করছে
ছেলেকে দেখছে
পাড়ার ছেলেগুলো চাঁদার কথায় কুপ্রস্তাব দিল,
তারপর সব চুপ হয়ে যেত
কিন্তু দুর্গা তো রাস্তার মাঝে নামিয়ে
উত্তমমধ্যম


আসলে থিমের সাথে সাথে দুর্গা
অনেক বেশি ছড়িয়ে গেছে
প্রতিটি নারী হতে চাইছে দুর্গা
কিন্তু আমার মা দুর্গা নয়
আমার মা প্রতিবাদ করে না
চুপ করে কাঁদে
প্রতিটি নারী দুর্গা হয় না
হয় উমা
যেদিন পৃথিবী বুঝবে
সেদিন হবে শান্তির পুজো


অসুর কেবল আইকনিক
প্রতিটি ছায়ায় অসুর জ্যান্ত
দুর্গা হতে গেলে আগে
মা হতে হয়...
সব নারী শব্দ না বুঝেই পদবী নিতে চায়
যেমন ত্রিনয়ন এঁকেই দুর্গা
দুর্গাও আসলে মিথ


সত্য হল কবিতা
কবিতার মূলমন্ত্র ওঁ