বৃষ্টি নামল বলে এবারে মতো থাক
আর নতুন করে বলব না এসো
তুমি আসবেই
আসতে তোমাকে হবেই
অনেক শক্তি নিয়ে নিল সকলে
আবার থোর বড়ি খাড়া
আমিও বুঝেছি থাক
অনেক জীবন নয় একটা জীবন
সমাপ্তি নামুক...
নতুন করে আশা করব না
গরীবের, বড়লোক বন্ধু থাকাটাই দোষ
তোমরা দশ কোটির বাহুবলী দেখো
আমি মেকী সৃজনে অভ্যস্ত না...
গরীবের বিরিয়ানি কেবল ফুটুনি
ঢাকীর ছেলেটাকে জামা দিতেই বলল-
আমার মা, দিদি, দুটো বনের নতুন কাপড় হয়নি
এটুকুই থাক বাঙালি বিজয়াতে
বাকি গল্প দীপাবলীতে বলব...