বইমেলাতে উপন্যাসের জন্ম হয়।
যখন তাকিয়ে দ্যাখো
অনেক মানুষ, ভিড়, বিষাক্ত অসম্ভব
তার মাঝেই জন্ম নেয় প্লট।


একটা ক্লাস ফাইফের ছেলে
এসে দাঁড়ায়।
টফি বিক্রি করছে।
টফি কিনতে পারলে
ছেলেটি ঘরে হাসি না আসুক
ভাত আসবে।


ভাত এখন আসে।
স্বাধীনতার এত দিন পরেও
এই দেশ
শিক্ষা, বাসস্থান, খাদ্যের নামে
প্রহশন করে।


এই দেশ প্রহশন ভালোবাসে।
এই বিশ্ব টাকার মুনাফা নিয়ে চিন্তায়
ভাসিয়ে দেয় মানুষকে।


মানুষই পণ্য, বই কেবল সাজিয়ে রাখা
অস্থির সময়ের দলিল।