দীর্ঘসূত্রতার মতোই গ্রাস করছে নাগরিক সভ্যতা।
আরামহীন গল্পরা বুঝতে পারছে,
ভোট নয়, কিছু টাকা রোজগার কিনছে
লোভী স্বার্থপরের দল।
রাজনীতি শিখে নিয়েছে
জোক হয়ে উঠতে হয় সমাজে।


সমাজ বড্ড ক্লিশে শব্দ।
আমরা সমাজবদ্ধ নই,
বড্ড একা,
একা একা কবরে বা চুল্লিতে ঘুমাব।


কঠিন পৃথিবীতে কটা দিন ঘুরতে এসেছিলাম।