বিনা বাক্য ব্যায়ে এসো
বৃষ্টি হয়ে উঠি।

বৃষ্টি হতে গেলে ধূলিকণা
বাষ্প হতে হয়।

বাষ্পের জন্য পোড়া ভীষণ প্রয়োজন,
নিজেই জানো কিভাবে তুমি পুড়বে।