হয়তো রয়েছে করলা ব্রিজের পাশে
সবুজ মাঠের কাছে, প্যান্ডেলের বাঁশ
ছোটবেলার বাপি বসে বসে ভাবছে
আজ জার্মানকে জিততেই হবে
যেমন করে মা বলে
'বাবু পড়া করে বড় হতেই হবে'


কুদ্রেমুখের প্ল্যান্টে বসে মাঝবয়সী
সান্যাল ভাবছে জার্মান আজ পারবে?
দলের ভিতর ইগো চলছে...
বাবার কথা মনে আসে
'বাবা কখনও অহংকারকে বড় হতে দিও না'


বয়স্ক দেববাবু বসে ভাবছে সুখচরে
জার্মান আজ না পারলে জি বাংলাই দেখবে
ঠিক সেসময় সুপুত্র বলে উঠল
'ইটস গেম বাবা, এতো চিন্তা করতে নেই'


বাপি, দেবব্রত, দেববাবু আকাশের সামনে দাঁড়ালো
মেঘ সরে গিয়ে ধ্রুবতারা বলছে
'সত্য তো শেষ বাঁশি না বাজা পর্যন্ত
লড়াই করা, হতাশা কেন?'
ছায়াপথ দিয়ে তারা খসে গেল
মাঝিরা চলেছে ইলিশের খোঁজে


মুখে তখনও রবি ঠাকুর লেগে...