গাছটা আজও দাঁড়িয়ে আছে।

সকালে চায়ের কাপ হাতে
সবুজ দেখলে
মনের গভীরে লুকিয়ে থাকা
জীবন্ত আগ্নেয়গিরি
কিছুটা শান্ত হতো।

একটি প্রাণ গিয়ে দাঁড়াতো
জীবনের সামনে,
জীবন দেখতো। কথা বলতো না।
চায়ের কাপ হাতে
দাঁড়িয়ে থাকতে মন্দ লাগতো না।

গাছটা আজও দাঁড়িয়ে আছে।
মানুষটি আজ বসেছে।
ছবির মধ্যে,
গাছফুলে সাজিয়ে দাও
মানুষটা কথা বলতে চায়
কথা বলতে।