বিশ্বাস না করলেও চলবে, এই পোড়া দেশে
আমি খাবার চাই না, ঘুম চাই
অনেক পরিশ্রমের স্বপ্ন দেখেছি
ঘামের গন্ধে মাতাল প্রাণে
বিজ্ঞাপনের নারীরা স্পর্শ করেনি
এখন ঘুম চাই
যদি ঘুমে সে আসে, তাকে বলব
কবিতা শুনবে?