ঘুম আসে না রাতে, সময় পেরিয়ে গ্যাছে
কিং সাহেবের ঘাটে, চাঁদ লেগেই আছে।


দূর দূরান্তে এবার, বেড়াতেই যেতে হবে
অনেক গোলাপ ফুল, ফুটেছে গিন্নির টবে।


বড্ড পাতি ছন্দ, মুছে ফেললেই তো হয়
জীবন মুছব আমি, এতটাই সহজ বোধদয়।


নদীর তীরে দাঁড়িয়ে, দেখছি গঙ্গা সূর্যরং
অল্প রোজগারেও ছিল না তো এত ঢং।


অফিসপাড়ার নন্দিনী, এসব এখন উঠেছে
স্টেসম্যান বিজ্ঞপ্তির চাকরি, যুদ্ধদিন ঘটেছে।


মনে পড়ে যায় যাপিত জীবন, চোখে জল
উত্তমার্ধ ছাড়া এ শরীর, ভালোবাসার সম্বল।


এখন ভালোবাসে কতজন, কতজন আর চেনে
বই বিক্রি হয় না, সত্যটাই বলব সব জেনে।


হেরেছি বলেই বলছি, আবার জিতবে লাল
ফিরবে কমরেডদের যুদ্ধ, সাম্যবাদী কাল।


যুদ্ধ যেমনই হোক, কতজন সে কথা বোঝে
বইমেলাতে গিয়েও সকলে সেলিব্রেটি খোঁজে।


ফিশফ্রাই খেয়ে নাম ঠিকানা চেয়ে নেয়
ঠকব ভাবিনি, ছিঃ এই কলকাতা ভাবায়।


এখন সবাই লেখক, পাঠক হাতে গুণে কিছু
যতই কবিতা লিখি, বউ বলবে হয়েছে কচু,


তবু রাত জেগে থাকি, সকাল নামে রোজ
আপনই একমাত্র নেয় চোখের জলের খোঁজ।