আলো জ্বলেছে যে নগরবন্দরে
সে সব পেরিয়ে গেলেই
জন্ম নেবে তরঙ্গবিলাস।
নদীর ধারে
মুঠো জোনাকি নিয়ে
বসে থাকব, জীবন্ত জলরাশির অস্থি গন্ধে।
গঙ্গার মতো নদী
জেগে উঠছে স্রোতজলে।


জলন্ত স্বপ্ন কমেছে বলেই
বাস্তব জাগছে।
জাগছে স্বরূপ আভা
আরম্ভ স্রোতের মতো
আমাদের নরম কলমে।


দৃঢ় হবে বলেই এই যাত্রা,
জলের কাছে
জোনাকির বাক্স নিয়ে
গোলাপি সূর্যের ভোরে।