গরীব হয়েছি বলেই শিখেছি বড়লোকের ধন
মানুষ আসলে অভিযান, জীবন আসলে সাধন।


কষ্ট লেগে থাকে বুকে, সুখ মাখি চোখে চোখ
জীবন মিলেছে বলেই, মিটেছে সকল শোক।


আমরা জেগে আছি, আমরা জেগে থাকি রোজ
সুযোগ পেলেই বলে ফেলি, পেয়েছি যে খোঁজ।


নতুন দিনের কথা, নতুন ভাবেই বেঁচে থাকা
গরীব বলে প্রিয়জনকে নিজের মতো ভাল রাখা।


অনেক চাপ মাথার উপর, তবু হেঁটে চলি রাতে
জোনাকিরা প্রজাপতি হয়, ঠোঁটের মিষ্টি প্রভাতে।