অন্য কেউ না দেখলেও আমি তোমায় দেখি
এখনও এতো সুন্দর কাজল দাও - সেকী!


নিপুণ করে সিঁদুর মাখা নাকের উপর ভাব
আড়ি যতই করো, ওটাই ভালোবাসার স্বভাব।


অষ্টমীতে পায়ে ব্যথা, তবু মাঠেই যাবো
না চাইলেও তুমি একটু খিচুরি খাবো।


আগলে রাখো আমায়, ছেলে থাকে দূরে
অনেক জীবন পেতে চাই, অসুরে ও সুরে।


আলোর মতো দেবী মায়া, সিঁদুর দানের থেকে
এখনও সেই দিনটার কথা হাসি রেখেছি বুকে,


অনেক জীবন তোমার সাথেই, ফুচকা খাবো
তোমায় ছাড়া এত বকুনি আর কোথায় পাবো,


ঐ দেখেছো, কবতে লিখি, তুমি স্নানের কথা বলো
একটু তো আমার ভাবনা, নিজের মনেও ধরো।