বুকপকেটে আজও হুজুগ জমিয়ে রাখি।
কত কিছুই তো হয়নি মইজীবনে,
তাই শুয়ে আছি কচ্ছপের পিঠে।
তবু জমে থাকা স্বপ্নরা
ইচ্ছার ডানা মেলে ভেসে চলে
ল্যাপটপ পেরিয়ে
স্মার্ট টিভির জালধারাবাহিক ছেদ করে
তিস্তার গন্ধে, মূর্তির সৌন্দর্য্যে।

একটু থিতু হয়ে বসি,
হুজুগটাকে সামনের গ্লাসে
মিশিয়ে দিই।

কে বলেছে আমি বুড়ো হয়েছি!
আজও আমাকে ডাকনামে ডাকছে বাবা,
বাবা আমি এমনই থাকব ইলিশের স্বাদে।

মায়ের রান্না ঘর থেকে গন্ধ আসছে
আর ভেসে আসছে অর্ধাঙ্গিনীর মুখ
বুকপকেটের পাশ গলি থেকে...
বাজারের থলি নৌকোতে।