আমি নিজের জন্য করি না
আমি পরের জন্য করি না
আমি করি সময়ের তাগিদে
এটুকু বলেই সে চলে গেল,


আমিও পেরিয়ে এলাম সমুদ্র
বুঝলাম সে আসলে
আমায় শঙ্খচিল ভেবেছিল
সময়ের চোখে শঙ্খচিল
আজ বড়ই বধির
মুকাভিনয় করা চোখ
মিশছে চুলের মতো কালোতে
সোনালী মিশছে ঝুমকো দুলে