ধর্মের হুজুগ তুলে এগারোশো আজ গ্যাস
সত্যি কথা বললেই মার শালাকে ব্যাস।


মধ্যবিত্ত ভয়েই থাকে পর্দা পাগল দেশে
নদীর জল সাগরে, পানির মতো মেশে।


ওয়াটারের কী বা দোষ, আসল তো লুট
সরকারের গদিতে-শেয়ার যে ব্যাকফুট।


সাধারণের দল পুজোর লাইন দেবে হেসে
ফুটতি করবে সরকার, জনগণকে ভালোবেসে।


গ্যাসের সাথে সবকিছুরই দাম যে চড়া
দোষহীন সরকার হাসছে গালভড়া।


লুটে নিচ্ছে প্রজাদের, গণতন্ত্র অন্ধ এ যুগে
ভারতবাসী বাঁচে আজ, থ্রিলারের হুজুগে।


জমিয়ে দেখছে গান, ওয়েবসিরিজ, নাচ
বাড়ির কর্তারা জানে, আগুনের কী আঁচ।


কষ্ট হয়, মূর্খ  আমরা প্রতিবাদে জিরো
দিকভ্রষ্ট জীবনে, নেতারাই যে হিরো।


মানুষের পাশে মানুষ নেই যে আর আজ
মানব ধর্ম সবচেয়ে বড়, বলতে কেন লাজ!


এই সরকার ভর্তুকীহীন লুটে পুটে খাচ্ছে
সব বেসরকারী করে, নতুন করে নাচছে।


নোংরা রাজনীতি, নেতাহীন, বমি পায় রোজ
মধ্যবিত্ত মরলে দুলাখ টাকা, নেয়নি খোঁজ।


করুণা হয়, রাসমণি নয়, মধ্যবিত্তের বুদ্ধি
কবে আসবে নেতাজি, কবে হবে শুদ্ধি।


রাজনীতি করতে হলে, মানুষের কথা ভাবো
কত জমাবে টাকা সোনা, মানুষের জন্য কাঁদো,


চোখে ধুলোয় দেশ সেবা, পাপের কড়াই তৈরি
বিবেক জ্ঞান দিচ্ছে, মুখে তুলে নাও মৌড়ি।


জাগো এবার মধ্যবিত্ত, লড়াইয়ে নামতে হবে
কত কাল আর ফুল পাঠাবে ছবি গাছের টবে,


সুপ্রভাত আর নেই এদেশে, কেবল অন্ধকার
লাটাই ভুলে ঘুড়ি ধরো, জাগুক বিশ্বসংসার।