বৃষ্টি কখন নামে, কঙ্কালের শহরে
ভিজে যায় নিয়ন স্মৃতি কঠিন নগরে।


শান্তি নেই, ঝগড়া লেগে আছে চারিদিক
শীতলতার ভাবনাদের শিখে নেবোই ঠিক।


কবরে শুয়ে থাকব, হিন্দু মুসলিম কেবল মিথ
গান কার গাওয়া, ধর্মহীন সুর, জীবনই সংগীত।


জীবনটা কবিতা নয়, বাস্তবটা মৃত্যুতেই সত্য
বৃষ্টি যেমনই নামুক, বজ্রবিদ্যুৎই আসল স্থাপত্য।