লক্ষ্মী ফেরে না আর ঘরে
টাকা উর্দ্ধমুখী এ সংসারে।

বড়লোক শুষে নিক যত রক্ত আছে
জীবন জেগে পোড়া চাঁদের কাছে।

টাকার সমাজ রসাতলে যেতো
ঠাকুর দেবতা ষড়রীপু মত্ত হতো।

লক্ষ্মী আসলে মিথ, ভোগ লালসা ভিন্ন
সময় জানে, মানব জীবন সুন্দর ও জীর্ণ।