গ্রাস করছে মাকড়সা আমার শৈশব
ধূসর রঙে জেগে উঠছে আলপনা...
গন্ধ শরীরে আজ শ্যাওলা ফুল ভ্রমর
স্পর্শ করছে, ভুলে যাচ্ছে শঙ্খচিল...


ঘুম ভাঙতেই দেখি
রাস্তার ফ্লাইওভারের নিচে কলকাতার যীশু
উলঙ্গ হয়ে বসে...


মেঘবালিকা ওদের আজ কাঠের আঁচে
ভাত দেয়নি...
এখানে সভ্যতার উচ্চ শির নেই


সাদা নীল কাপড়ে ঢেকে দিচ্ছে বস্তি জীবন
কলকাতার স্টেডিয়াম ও স্থাপত্য সেরা


তাও হুজুগে যদি সেরা ফুটবল বুঝতে শিখত, ভারতবর্ষ