বুকের উপরেই মেঘ জমেছে।
কালো কুয়াশার মতো স্মৃতিরা
ব্যথা দিচ্ছে হৃদপিন্ডের মনকে।
মন, সে চুপ করে ঘুমিয়েছে।
ঘুমানোর অছিলায় দেখছে,
মেঘ কেমন করে বৃষ্টি হয়।
বৃষ্টি সাগরে মিশে যায়, নদীপ্রবাহে।


প্রবাহ আর মেঘ কেমন করে
মিলে মিশে যায়,


আমরা শুধু অপেক্ষা করি
একটা রোদ্দুর ঠান্ডা জন্মাবে,
আলো জন্মাবে এই আলোআঁধারির
মায়াবী জন্মে।