এসে দেখা দেয় কবিতার আঁতুড়
নিজের মোমবাতি সভ্যতায়।
বুনিয়াদি কাকের দল
এখন মাছ চায়,
খাদ্য নেই,
কিছু শব্দ
কিছু অপেক্ষা
কিছু স্বপ্ন
আবৃত্ত করে রেখেছে ট্রেনের গন্ধ।


এ গন্ধ লোকালের মুড়ি পেঁয়াজের মতো নয়
এ গন্ধে অমরত্বের প্রত্যাশা নেই
এ গন্ধে লেগে ফেরার নির্দেশ।


ফিরতে আমাকে হবেই,
এপিটাফে কতদিন
খুঁজে নেব কমলেশ ঘ্রাণ!