যে খাতায় তুমি প্রস্তুতি লিখে রাখো রোজ
সে কলমেই মিলবে আমার খোঁজ...অন্ধকারে।
একদিন এসো জানলায় বৃষ্টি বা গোধূলিতে
তোমার শরীরে আগাছা জন্মাবে নারী, কন্ঠনারী
মন থেকে মনান্তরে জন্ম নেবে শ্যাওলার স্রোত
তুমিও বিশ্বকবির মধ্যে নিরালা স্রোতে আমায় পাবে
আসলে তুমি তো পুরুষ খোঁজনি তেমন।
তুমি খুঁজেছ আদর্শ
তাই আমার ভালবাসাকে কান্না ভেবেছ,


অবজ্ঞাতেই জন্ম নেয় কাব্য...লিখতে বসলাম
উপলব্ধির মৃত্যু – তোমার ঠোঁটে
এসো উদযাপন করি বৃষ্টি পেয়ালার প্রেমাগ্নি


উল্টে রেখে দিলে বিশ্বকবির ফটো
কারণ কি শুধুই আমি!!