এতো জনের ভিড়ে তুমিও থাকবে
বুঝতে পারিনি।
আগে জানলে তোমার জন্য কবিতা আনতাম...
আমার ডায়েরির পাতা কম তবু কবিতা অনেক বেশি।
তুমি এমন করে চুপ করে থেকো না।


ভিড়ের মধ্যে এক ধর্ষিত নারী...আমার প্রেমিকা।
আমি তুলে নিলাম মুখ, নিজের কোলে।
ভয়াবহ রক্তাক্ত দরিদ্র ভারতের মানচিত্র...
অ্যাম্বুলেন্সের আওয়াজে এগিয়ে চললাম।
বড়লোক ইন্ডিয়ার সবুজ গালিচা দূরে দূরান্তে মিলিয়ে যাচ্ছে
ত্যাগের গাঢ় কমলা ফিঁকে...হচ্ছে দামী কোর্টের উড়ানে
আমি আজ শান্তির মাঝে তোমার হাতে অশোকচক্র পেলাম।


ভারত তুমি অর্ধনগ্ন নও। তুমি অবনীন্দ্রের মা।
রবি চেতনার জন গণ মন। আমার দেশ-স্বদেশ।
তুমি এ.আর. রেহমান সাহেবের বন্দে মাতারম হও না...
বঙ্কিমবাবুরই থেকো।
আমার প্রেমিকা ঠিক ফিরবে পরের অপদার্থের অনুষ্ঠানে
কথা দিলাম...