সময় বদলে বদলে যায়,
লক্ষ্যের সাথীও আজ কেনাবেচা দাম,
আমি তো বেকার ভবঘুড়ে
মৃত্যুই পথ দেখানো নেশাতুর ইনাম।
আমি তো কালো চশমা
মেরুন লিপস্টিকে জেগে ওঠে বুনিয়াদ,
ভেসে চলা মেরুকরণ
টেনে আনে নামের গদির কাছাকাছি,
সম্মেলনের কবিত্বে হাসি
না খেতে পেয়েও বলি – ভালই আছি।
শুধু লিখে যাই কিলবিল
ভাল থাকার রসদ প্রকৃতি জানি, অর্ধাহার,
তোমরা বেকার ভাবছ জলমুড়ি
আমি এভাবেই চালিয়ে যাব – কবিতার সংসার।