দুপুর আম ডাল দিয়ে ভাত খাওয়া শেষ
এবার টিভিতে জমিয়ে দলাদলি দেখা,
গরমের মাঝেও কালবৈশাখী সন্ধ্যা বেশ
ফেসবুকে পড়েনি, দু-একটা ভালো লেখা।


ছন্দ নেই রাজনীতিতে, মনখারাপ হয় রোজ
আমার মনে শূন্যতা কতটা, গানই জানে খোঁজ।
নাটক ভালোবাসি বলেই, টিভিতে এসব গিলি
আমার বউ বলে বুদ্ধু তুই, তোর পয়েন্টা সিলি।
ও বাবা, এসব আবার কেউ ভাবে, হাসলেই হয়
রাজনীতির নামে দেউলিয়া কলকাতাই সংশয়।


সে এক যুগ ছিল, লাল ঝান্ডা আর সংগ্রামের জ্যোতি
আচ্ছা আমি যদি চৌত্রিশ বলি, কিসে হয় এত ক্ষতি!


বেঁচে থাকা বাঙালির, টিভি দেখেই কেটে যায় দিন
সিরিয়াল ওয়েবসিরিজ দেখলেও মেটে না লোনঋণ।
অনেক ধার বাকী আছে, শোধ হয়ে যাবে এককালে
আচ্ছা গিন্নি বলো তো, আমাদের বিয়ে কত সালে,
এবার বিবাহবার্ষিক এলে একটা জমিয়ে দেব পার্টি
যেমন হোক টিভি-খবর, তোর হাসিকে করব না মাটি।


এসব দেখে দেখে ক্লান্ত, অবসর যাপন চাইছে মন
গল্প যেমনই হোক, কবিতা বুঝে নিয়েছে এ যাপন।