কালি শেষ হলে, ফেলে দেওয়া কলমে
জন্মে উঠছে নতুন নতুন গাছ,
জীবন যতই বড় হোক
শেষ জীবনের মুহূর্তে মৃত্যুর আঁচ।
মাঝে মাঝে সত্য বলতে হয়
মুখের উপর রোজ,
জিততে পারি জীবনে
কেমন করে পাবো
জীবনের জীবন্ত খোঁজ।


কালি শেষ হয়ে গেলে
জেগে ওঠে ভাবনার অনন্ত প্রাণ
সবুজ জন্মাবেই,
সম্ভাবনার দাম।


কবিতা বুঝি না বলেই লিখে রাখি হিসেব ডায়েরি।
কলমে গাছ জন্মানোর বীজ, নতুন দিনের তৈয়ারি।