কঠিন ভাষা পেরিয়ে জেগে ওঠে রবি ঠাকুর।
ঠাকুর পুজো করতে হয়, আরোগ্য জীবনে,
জীবন জুড়ে শান্তির স্পর্শ
রবি ঠাকুর ছাড়া কে দিতে পেরেছে?


ভ্রমণ জীবনের অভিজ্ঞতায়
সাবলীল হয়েছে অনেক কিছুই,
রবীন্দ্রনাথের মতো কবিতা
বৃক্ষ হতে পারেনি।


এক পাহাড় বরফের মাঝেও নিরামিষ উত্তাপ নিচ্ছি।
রবীন্দ্রনাথের মতো ওম
কে দিতে পারে,
প্রদীপ জ্বালা তুলসীমঞ্চে।