মৃত শহরের বুকে প্রতিশোধের রক্ত
লেগে রয়েছে বন্ধুর মতোই।
শীত শহরের এদিক ওদিকে
বরফ, অনেকটা সার্ফের ফ্যানার মতো
জেগে রয়েছে মৃত্যুর আগে ও পরে।


মাছ ভাজা তেলের মতোই
কিছু ঝগড়া বিষাদ ধূসর বিড়াল চোখ
এখনও বসে রয়েছে
কলকাতার জঙ্গলে।


আমি হারিয়েছি, এই ভূস্বর্গে।
অবুঝের মতো মৃতের কবিতা না পড়ে
চারিদিকের ডাল লেক দ্যাখো,
বৈষ্ণবদেবীর মোমবাতিতে
আমার মুখ তোমরা দেখতে পাবে,
পাবেই।