সমুদ্র উচ্ছ্বাসের বুকে দাঁড়িয়ে মহাকাল।


দূর থেকে সূর্যাস্ত, সূর্যোদয়
জেগে উঠছে জীবন্ত চিহ্নপদে।
এসো, এসো আমার অন্তজ জীবনে
মুক্তো করো এই মায়াজাল


প্রভু এসো,
শান্ত করো বুক উত্তাল সমুদ্রকে
আমি তো ঘুমাতে চাই
বিস্তির্ণ কবিতাভূমিতে।


একবার পথ দেখাও,
সন্তান মুখে হাসি,
বাংলা ভাষার স্মৃতি নিয়ে
বুকে ভগবান আগলে
আমিও মিশে যাবো সমুদ্র সফেনে।


জীবনানন্দের লেখা পড়ের জন্মে বুঝব,
আবার জন্মাবো রাধা হয়ে
কৃষ্ণকে খুঁজে পেতে...