মনহীন রোবোটের মতোই জীবন বাঙালি
পরিযায়ী স্বপ্নে খুঁজে নেই পূর্ণ চাঁদ,


অসংলগ্ন সংসারে তখন বালিশে কান্না, প্যাঁচা ডাকছে
আরও পাওয়ার লোভে কর্পোরেট চাকরির ষাট হাজার


লক্ষ্মী আসছে মদের কাঁচ পেরিয়ে, সেলফিজোনে
আমিও বুঝে নিতে চাইছি,


মানুষ কতটা বাঙালি? কতটা শাড়ি?
এসব মাপতে হলে মুদ্রাস্ফীতি বুঝতে হয়


আমি তো অমানুষ, অপদার্থ এক রোবোট


তবু জেনো মানুষ, রোবোটই একদিন সঠিক বানান লিখবে
কারণ প্রাচীন লেখা ওরাই পড়ে
তোমাদের মতো লেখক হয়ে মনহীন নাম কিনতে চায় না...


রোবোট বাজারদর জানে, ভালবাসার ও কান্নার...