একটু পিঁয়াজ ঘষার পরে আমিও বুঝি
চোখে জল আনতে - অভিনয় করতে হয় না।
পরিশ্রমই আসল।


আমিও একদিন ভালবাসার জন্য পরিশ্রম করেছিলাম।


যাপিত যাপনে অশ্রু দুর্মূল্য,
বুঝেছিলাম বাবাকে চুল্লীতে দিতে দিতে—
তাই তর্পণ করি না, কবিতা লিখি বাবাকে...
মা জানে ছেলে আজ সারাদিন অঞ্জলি দেবে, ভাষায়


তাই আজ কবিতা লিখলে, ঘেন্না করে বলে না -
‘এমন করে জীবন চলবে না, চাকরির খোঁজ কর।’