মা দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের মতোই।
মা, আশ্রয়, অভিমান, চাওয়া, আবদার...
গাছ এমনই হয়। বৃক্ষগাছ।
মা, দাঁড়িয়ে নয় আগলে রাখে
সূর্যের মতো, চাঁদের জ্যোৎস্নায়।

মা নিজেকে পুড়িয়ে গুছিয়ে রাখে আমাদের।
মা, কতটা পারি তোমার চোখের জল মোছাতে!

এই বাংলা ভাষা, পৃথিবী ও জন্মদাত্রী
সব মিলে মিশে যায়
মা সারদার পায়ে।

মা, একটু কোলে শুতে দেবে
অনেককাল বিলি কেটে দাওনি
আমার অশ্রুচোখের ক্যানভাসে।