মনের ভিতর উৎসব জেগে ওঠে সৌন্দর্য্যের।
অসুরের মতো কিছু গাড়ি, ট্রাম, বাস
দূষিত করে সুখের চাঁদরকে।
কুয়াশার মতো মায়া জড়িয়ে ধরে
মা দুর্গার ত্রিশূলকে।
সিংহ জেগে ওঠে শীত চায়ের ভোরে।
কাঠের গন্ধে ছোটবেলার উৎসব
জেগে ওঠে মৃত হাড়ের বৃদ্ধ চোখে।


চোখ নেই এখন, ছানিময় ঝাপসা সমাজ
চারিদিকে অরাজগতা, রাজনীতি, টাকার মহিষমানুষ।


মানুষ শব্দের জামা
অনেক আগেই পৃথিবীনিবাসীরা ছেড়ে এসেছে
জন্মের সময়, লোভ আর ক্ষমতার জ্যাকেট গায়ে
এগিয়ে চলেছে পাশবিক ফটোশ্যুটের দিকে
মায়াকাননে।