মৃত্যুর খবর ব্রেক করতে করতে এমন হয়েছে
একদিন পুরস্কারের খবর দিতেই
রে রে করে উঠল সকলে,
বিভৎস হাসি ঠাট্টা, সমালোচনার ঝড়,
মৃত্যুর খবরে তেমনটা দেখিনি,
অসহায় এক সময়ে
আফ্রিকার জঙ্গলের মতো
বাঙালি ভাবছে
কেমন করে পাঁঠার মাংস ভাত খাবে
দুর্দিনের বাজারে।

পুরস্কারের খবরে অনেক চর্চা হলো
হতেই পারে না, কবিতার ও সাহিত্য কর্মের জন্য
পুরস্কার, একদম হতেই পারে না।
যেখানে গ্যাস হাজার ছাড়িয়েছে
আলু অসময়ে চল্লিশ
ভোজ্য তেল দুশো
সেখানে এতো নিরামিষ থালায় মাংসের কিমার মতো অবস্থা।

কেউ ফিরে দেখলো না,
যে উলঙ্গ শিশুটি আজ খবর দিলো
সে আজও মালা হাতে নিয়েই দাঁড়িয়ে,
অন্যদিন মালা, ছবির স্মৃতিতে দেয়,
আজ অপেক্ষা করছে
সময় ঘড়ির বড় কাঁটাতে
মালা সে দেবেই।

অপেক্ষারও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে
উষ্ণণায়নের নীলগ্রহে।