ভুলে যেতে হয় কে ভালো, কে কালো
মনের মধ্যে জ্বলে স্বপ্নশিখা
ইচ্ছেকরবী ভেসে যায় মৃত্যুজাগানিয়া
নগরায়ণে বুঝেছিল সু-লেখা...


এরপর মনের পথ ধরে গঙ্গা দ্বীপ
ভেসেছে জলআয়ু পালের খোঁজে,
মিষ্টি বিকেল ও ভোরে কুজন পাখি
সুর তাল লয়ের কাব্যবিস্ময়ে মোজে


মনের আনন্দে সুখ খুঁজি রোজ
ধর্ষণ বলাৎকর রডজরায়ু? খোঁজ


সে সব ভাষা কথা ভাইরাল ধিক্কার
নারী কেবলই পণ্য, পুরুষ শিক্ষার...


সবটা ঘেঁটে দিও না প্রকৃতিপ্রেমী
নারী আসলে দেবী, প্রজ্ঞাজননী
অন্ত্যমিলে তরলীকরণ হয় জানি
বিরক্ত হলেও অন্ধকার মহাজ্ঞানী
অনেক রাত তাই ঘুমহীন যন্ত্রণারেশ
খুঁজে পায় শান্তির নোঙর, অবশেষ
ভয়গুলো পকেটে গুছিয়ে সাজি
কবি মানুষমুখ, বড্ডরকম পাঁজি
ভুল বানানের কাব্যসংকলন তাই
এমন ভালোভাষা কোথায় যে পাই...


আসলে কুংফু তো আত্মসংযম কথা
নারীরা কাঁদছে, তবু দিখাওবা নীরবতা


কেউ বোঝে না কতটা কষ্ট মায়েদের রোজ
কেবলই মেকআপ লাইক দেখে বিশ্ব ভোজ
চুপকথা হয়ে যাই ব্যর্থ কবি সহজিয়া সুরে
জীবন আসলে ধুলোবালি, মিথ মাতৃজঠোরে