ছবির সামনে গিয়ে দাঁড়াই।
বড্ড বেমানান এক দুনিয়া জেগে উঠছে
  ছবির ভিতর বাহিরে।

ঐ জীবনমানুষ হয়ে
জেগে উঠেছিল মনইচ্ছা।
অনেক না পাওয়ার বিষল্যকরণী কারন।

জেগে ওঠা দ্বীপের মতো মাদকতা,
মানসিক শান্তি দিয়েছিল দুদন্ড।
কাল কী হবে জানি না,
তবে ডাকছিলো কালান্তরের চাকা।

এখন সবটুকুই ছবি।

দাঁড়িয়ে আছি বহুদূরে,
হাসছি।
একটা জীবন ছিল মায়াবী।

অন্য জন্মে, এই মায়াবী জীবন
আর ফিরে পাবো না,
চুপকথায়।

(কাকার মৃত্যুতে আত্মিক নিবেদন)