উচ্ছিষ্ট শব্দদের নিয়ে ভিড় করেছি
দীর্ঘ চেতনার বইগাছে।
ছায়া চারিদিক, ছায়া পৃথিবীময়
শুধু দেখতে পাচ্ছি
শান্তিহীন এক ভয়
কাজ করছে ধর্মের ছাতা হাতে।


উচ্ছিষ্ট শব্দরাই কবিতা হচ্ছে
মেসি বা এমবাপের পায়ে।


তাহলে কিসের জন্য
এতকাল রবি, জীবনানন্দের পরাবাস্তবতা
খুঁজে মরল পাগলা সোম!


এর চেয়ে গোঁসাইয়ের গান শুনে
দুই জীবন কাটানোই যেত
পৌষালী ধানের সুঘ্রাণে।