আমার শরীরে অরণ্য পাহাড় ঘুমজাগানিয়া
চেটেপুটে খাই পাখির ডাক, জীবনের সবুজাভ
তুমিও একদিন ধানের জমিতে এসো, হাতির মতো
উজার করে দেবো, সমস্ত ভালবাসাটুকু
কী বললে? ''প্লিজ ন্যাকামো নয় ''
বুঝি, ভালবাসা এখন সেলফিযুগের স্ট্যটাস
তবু আমি তো অপদার্থ
তাই মিশে যাই ঝিঝি পোকার নুপুর ধ্বনিতে
শরীরের নাভি থেকে জন্মায় লিলি, বড্ড গোলাপী
ভেসে আসে চা বাগানের সহজিয়া সুর
কুলু কুলু বয়ে চলা নদীর মাছ জানে
এ জঙ্গল তারই, হরিণের দল ধর্ষক নয়
একশৃঙ্গ গন্ডারের গায়ের মতো গন্ধ ধরে রাখি
তুমি বলে উঠলে ''বাইসন, হাতির মতো গন্ধ ''
আমি বলি এসব শরীরে লেগে থাকা প্রকৃতি


এসো তোমার সল্ট লিকে আমায় পূর্ণ করো
আমিও হয়ে উঠি শ্বেত চাঁদ
ভালবাসা লেখা থাকে অরণ্য সাহচর্যের ওয়াচ টাওয়ারে
সব দোষ নদীকে দিও না-মাছরাঙা, ময়না


নদী তো নারী, ভালবাসা পেলে আদুরে ওম চায়-আজীবন