মৃতদেহের গন্ধ মগ্ন করেছে আমায়
শুয়ে আছি আশ্চর্য শান্তির সিদ্ধান্তে।


মৃতদেহের কোন অভদ্র ভদ্র হয় না।
কান্নার কোন সমুদ্রস্নান হয় না।
জেগে থাকা, কেবল মৃত্যুর পর
ফুল গন্ধ, ধূপ গন্ধ।


আর অপেক্ষা করা, গীতা পাঠের।
মৃতজীবন নয়, মৃতদেহজীবন
পরিতৃপ্ত সমুদ্র নদী।