অপেক্ষা শেষ হলে নামকরণ জেগে ওঠে।
দীর্ঘ রবিতে গ্রহণ লাগে জ্যোৎস্না শহরে।
ঘুমিয়ে উঠে দেখি
ঈশ্বর অপেক্ষা করছে
মদ বা বিড়ি হাতে।
নেশাময় জীবন
নেশাময় লোভ
নেশাময় আকাঙ্ক্ষা।

জীবনটা বড্ড ভুল বানানের হাতিয়ার।
দেখা না গেলেও ছুঁয়ে যায় কবিতার মতো।
কবিতার শহরে।

শহরের নামগুলো কলকাতা, ঢাকা না রেখে
কবিতা রাখলে ভালো হতো
রোজ রাতে তোমার কোলে মাথা দিয়ে
ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারতাম।

ন্যাকা ন্যাকা সিরিয়ালের থেকে
বিড়ি খাওয়া ঈশ্বর অনেক সুন্দর।