সফলতার পাহাড় পেরিয়ে
আমরা উড়ে চলি, আদি দিগন্ত
রহস্য মাখা ট্রাফিক লাইটে
নেমে আসে খারাপ কবিতার চুপ
আমি একাই বলি চেঁচিয়ে
''ওটা কবিতা হয়নি ''
ডেসিবেল বেড়ে চলে,
অনেক বই এগিয়ে যায়
অনেক বই পুনর্মুদ্রণ হয়
তবু ট্রাফিক সিগন্যালের পাশে
ঝুপরির ছেলেটি
রোজ রাতে বউয়ের সাথে
একই কথা বলে
ইশারায়
হয়ে যাক...
আসলে মধ্যবিত্ত কাচকলার ঝোলে খুশি
উচ্চবিত্ত রেড ওয়াইন, রেওয়াজি খাসি
আর কবিতাজীবী খোঁজে শব্দ
মন,
প্রতিটি অভিশাপ, আশীর্বাদ হয়ে ফেরে
নীল ভোরে
''বাজলো তোমার আলোক বেণু ''