সব রাস্তাই চেনা,
অচেনা হয়ে যায়, নীরবে
তুমিও গুছিয়ে নিতে চাও, গুছিয়ে
অজস্র অতিরিক্ত লেখা দিয়ে তৈরি
উপন্যাসের পাতায়,
জন্ম নেয় একরাশ বিষদম্ভ...
এই দম্ভ বীজ থেকে উত্থিত অসুরকে
বধ করার জন্য যে ত্রিশূল দরকার
তা হারিয়ে গিয়েছে
আসলে সবটাই হারিয়ে যায়
শেষ সিনের আগেই তুমিও নীরব
কারণ আর দেখা হবে কোনওদিন
না বোঝা এসব লেখা কবিতা নয়
আমিও বুঝেছি
কবিতা আমি লিখতে পারব না
তোমার আদর ছাড়া
একরাশ শিউলি দাও...
নন্দনের ঐ ছোট্ট যীশুরা যখন খেতে চায়
ওদের দেব
ওরাও দূর্গা চেতনে মাতবে
নতুন জামার গন্ধ যারা পায় না
আমি তাদের জন্য উৎস্বর্গ করলাম
আমার শেষ ছন্দ...
চুমু, এবার বিদায়,
আমাকে এখন গণেশ হতে হবে
তবেই পাবো কলা বউ...