যাওয়ার আগে বলতে হয় কথা
লীলাভূমিতে সবটুকু নয় নীরবতা,
কল্যাণময় শিব জ্ঞানে জীব সেবা
লিখতেই পারিনি সুশীল ব্রতকথা...


হিম আসে শরীর জুড়ে হিমকরবী
আমি আজও শুনি মায়ের ভৈরবী,
শীত নামছে নবান্নঘ্রাণে পায়েস সুখ
মুসাফিরানায় ভুলেছি কাব্যের দুখ...


সূর্য ডুবে যায়, দিন শেষে রাত হলে
প্রতি অন্ধকারে আলোরা কথা বলে,
দিব্য আছি বাংলা ভাষায় রোজ মন
সু আছে সর্ব কর্মে মেলাময় প্রিয়জন...


প্রকাশিত হোক কলম আগুন, যুগযাপন
বইয়ের গন্ধে দেশ করবে ভাষাকে আপন...