এখন কথা হবে, এখন বৃষ্টির দিন
ভালোবাসারা সময়গাছে প্রাচীন।
সাজিয়ে নেব যত্ন করে সব ঋণ
তোমার হাসি ব্ড্ডরকম যে কঠিন।


বৃষ্টি কেন শীতের দিনে, গরম ঘামের তেজে
দাঁড়িয়ে থাকো স্বপ্নজুড়ে এমন ভাবেই সেজে,
ন্যাকামো করি না আর, জীবন এমনই সহজিয়া
এই মনটা তোর মনে এসেহি তো লাগালিয়া।


সঙ্গম হয়েছে সময়ের সাথে মেঘের আকাশ উঠোন
ভাললাগে না শুনতে রাজনীতির ঐ সব ভাষণ।
সব ভালো করে দেবে, সব কিছুর সমাধান জানে
তবু প্রতি ভোটে, হাহাকার, মৃত্যু ওরাই টেনে আনে।


এখন থেকে ভালোবাসায় হারিয়ে যাবে সব
প্রতিরোধ হোক চুম্বনে, উঠুক নতুন চুমুর রব।