নীলামন এড়িয়ে যাচ্ছে পথঘাট
এড়িয়ে যাচ্ছে আমি গন্ধ
আমার কবিতা অক্ষর ভাসে
নীলামন চাইছে হলুদ লাল সুবাস
এড়িয়ে যাচ্ছে নীল রঙের অপরাজিতা
আসলে মন তো ঘুড়ি নয়
তাই ট্রামলাইন পেরিয়ে
বাড়ি পথের শেষ বাস
ধরতেই হবে...
আমিও একা, শিখে নিয়েছি
ভাল থাকার ক্যান্ডিক্রাশ
নীলামন তোমার হাতে
অন্য জনের পুরুষালী থাবা
মেনে নিয়েছি
তোমার জন্য না ঘুমানো রাত
অভ্যস্ত
কারণ মেনে নিয়েছি
তবু তোমার ঠোঁট দেখব
তাই
আজও বাঘের পেটে হরিণ
খাদক হইনি...নীলামন
আমি লালমাটির সাদা বক...