এমন করে কেউ ফেরার জন্য অপেক্ষা করবে
ভাবেনি আমন ধানের ক্ষেত
জীবন এখন চিলের চোখ
মা বাবা চলে যাওয়ার পরে মেয়েটি প্রেমিক পায়নি
মেদ জমেছে, ঠিকে খেটেও গতর দিতে হয়
অন্য দেশ হলে হয়তো প্রাণই দিত
বাঙালিরা বিবেকবান, মারেনি...
পুষিয়ে নিয়েছে,
নিয়নের আলোতে ফিরতে ফিরতে
সাদা নীল জড়িয়ে থাকা সুখে
আমি ভিক্টোরিয়া পরি দেখে পুষিয়েনি
কারণ না-কবিতাও হ্যাঁ হয়ে ওঠে