ঘুমিয়ে থাকলেও কবিতা জাগতে বলে।
যদি চির ঘুম
আকৃষ্ট করে সপ্তাহান্তের জীবন,
কবিতার থেকে ঘুম বড় হতে পারবে?

প্রশ্নোত্তর জেনে কী হবে,
চন্দ্র সূর্যের চেয়ে বড় কাব্য
মহাভারতও লিখতে পারেনি
পৃথিবীর ছোট্ট পরিসরে।