কি বোকা আমি,
একা একাই কথা বলি,
উত্তর চাই
আর তোমার মন,
শরীর জুড়ে অন্য চেতনা
ছুটে চলে দিবসও রাত্রী।

আমি জোড় করে তোমায় স্পর্শ করি জ্যোত্স্না রাতে
কিন্তু তুমি আমার দিকে তাকিয়েও

তার চুম্বন অনুভব করেই চলেছো, তোমার ঠোঁটে