যে সন্তান আমার নয়,
সে হেঁটে আসছে দৃঢ় পাহাড়ের পথে।
যে সন্তান আমার ভয়,
সে চলে যাচ্ছে আজন্মকাল নিরুদ্দেশে।
লিঙ্গ চেতনা, ভরা শ্রাবণ, কৃত্রিমতার হরমোন
চেয়েও পাইনি শারীরিক গোলোযোগে
বাজা বলতে ভয় পায়, আধুনিকতার রোগে।


এখন তাই ব্যস্ত, কাজ করি শিক্ষিত
এখন তাই সমাজ নতুন ভাবে দীক্ষিত।
অনেকটা না পাওয়াতে রয়ে গেছে মা,
দিনযাপনের সত্যিই অনবদ্য যাতনা
তবু সময়ই জীবনের প্রেরণা।


আত্মার আত্মবোধন যদি হতে পারে
আমার মাতৃত্বের নতুন নাম দেখি কে – কিভাবে কারে!!