আজও তুমি আসবে না জানতাম, তবু সুন্দর করে
সাজিয়েছিলাম আমার বিছানার চাদর।
জানি তাঁরা পিঠ চাপড়ে দিতে পারে
কোলে শুইয়ে করতে পারবে না আদর।
আসলে তোমরা যে ঐ ভাবে ভালবাসতে পারলে না
দেখলে না ভেবে কোথায় নরম মাটির বাস,
তোমরা যে হিসেব নিকেশের উর্দ্ধে যেতেই চাও না
এখনও তোমার তুঁই শুনে আমার প্রশ্বাস-নিশ্বাস।

ধীরে ধীরে সন্ধ্যা নামবে আবার,
বাঁশির ধ্বনি বাজাবে কোন রাখাল
ঘরে ফিরবে বাধন ছাড়া গবাদি সবার
আমার মনেতে রয়ে যাবে ভালবাসার আকাল।
ব্যর্থ জন্ম আমার, পারিনি করতে কোন স্বপ্নপূরণ
আসবে না আমি জানি, তাই তোমায় চেতনায় করছি স্মরণ।