দিনের সূর্য, অনেক আশা প্রত্যাশার গান
তবু পুরোনো বছরের স্মৃতি সম্বল প্রাণ।
বলতেই পারে না বলা কথার আশাগুলো সীমারেখা
নদীর পথ ধরে, পাহাড়ের স্থবিরতা দেখা।


সহস্রযুগল আর স্থবির সময়রেখা ধরে
অনেক দুরাশা নতুন দিনে গেছে সরে সরে
ভ্রম আর নীরবতায় এগিয়ে চলেছে মহত্প্রাণ
দূষিত গঙ্গায় আর করতে চাই না স্নান।


তবুও, বাঙালী মহাভোজে চিরন্তন হয়ে উঠুক মন
বাংলাতেই করব, আমাদের মধ্যবিত্ত জীবনযাপন,
ধীরে ধীরে যত ক্যানভাসের রঙ হবে গাঢ়তর
শ্যামল পৃথিবীর নীতি প্রকৃতি-এ কেমন তর...


নতুন করে বুঝতেই চাইছি পুরাতনের দাগগুলো
নববর্ষের নবচেতনায়-মিষ্টি হাসিকে প্রেয়সী ছুলো।